আর্কাইভ থেকে আইন-বিচার

আদালত খোলা বা বন্ধ রাখার এখতিয়ার প্রধান বিচারপতির

করোনা সংক্রমণের মধ্যে দেশের আদালত খোলা বা বন্ধের বিষয়ে সিদ্ধান্তের এখতিয়ার প্রধান বিচারপতির। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর জানাজা শেষে এ কথা বলেন আইনমন্ত্রী।

জানাশে সাংবাদিকরা আইনমন্ত্রী কাছে জানতে চান দেশে করোনা সংক্রমেণে অনেক আইনজীবী মারা গেছেন। এ অবস্থায় আদালত বন্ধ রাখা হবে কিনা।

আনিসুল হক বলেন, আদালত খোলা বা বন্ধ রাখা আমাদের এখতিয়ার না। এটি প্রধান বিচারপতির এখতিয়ার। তিনি এ বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, গতকাল (১৪ এপিল) করোনা আক্রান্ত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু মারা যান। আজ সকালে তার প্রথম জানান হয় সুপ্রিম কোর্ট চত্বরে।

এ সম্পর্কিত আরও পড়ুন