আর্কাইভ থেকে ক্রিকেট

১৬ কোটির মরিসে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের জয়

প্রথম ম্যাচে ব্যাটে-বলে নিজের দামের সাথে নামটা কামাই করতে ব্যর্থ হন এবারের আইপিএলের সর্বোচ্চ দামী ক্রিকেটার ক্রিস মরিস। তবে দ্বিতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে বল হাতে সুবিধা করতে না পারলেও ব্যাটে হাতে বিপদের সময় নেমে অসাধারণ ব্যাটিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন ১৬.২৫ কোটির এই প্রোটিয়া অলরাউন্ডার।

আগে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে ২ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রাজস্থান রয়্যালস।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ওকস-রাবদার তোপের মুখে পড়ে রাজস্থান। ৩৬ রানে ফিরে যান স্যামসন-বাটলাররা। অন্যপ্রান্তে স্টোকসের পরিবর্তে ব্যাটিংয়ে নেমে একাই দলকে টানতে থাকেন মিলার। একটা সময় প্রায় হারতে বসা ম্যাচ মিলারের ব্যাটে জয়ের আশা দেখতে থাকে রাজস্থান।

কিন্তু ১৬তম ওভারে ৪৩ বলে ৬২ রান করে মিলার ফিরে গেলে জয়ের আশা নিভে যায় ফিজদের। এমন সময় ত্রাতা হয়ে আসেন ক্রিস মরিস। শেষদিকে রাবাদা-উকসকে পিটিয়ে ১৮ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মরিস। উনাদকাত ৭ বলে ১১ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উনাদকাত-ফিজের তোপে পড়ে দিল্লি। ৩৭ রানে  ধাওয়ান-স্টয়নিসদের হারায় তারা। অধিনায়ক ঋষভ পান্ত দলকে টেনে তুলেন। ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৪৭ রান তুলে দিল্লি।

মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন