আর্কাইভ থেকে আবহাওয়া

পাঁচ বিভাগে কালবৈশাখীর আশঙ্কা

আজ দেশের দুই অঞ্চল ও পাঁচ বিভাগের ওপর দিয়ে কালবৈশাখী ঝড়সহ শিলাবৃষ্টি বয়ে যাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে সংস্থাটি। 

আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম জানান, আজ দেশের ছয় অঞ্চল ও এক বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। তবে দেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। কালবৈশাখী ঝড় হলে সাধারণত তাপমাত্রা কমে যায়।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এছাড়া ঢাকাসহ দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কোন কোন জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজশাহী, পাবনা, মাদারীপুর, রাঙ্গামাটি, ফেনী ও মৌলভীবাজার অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে । সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন