আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চম দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাজ্যের ৪৫টি আসনে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকেল চারটা নাগাদ চলবে ভোট নেওয়া।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এ দফায় জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর চব্বিশ পরগনা, নদীয়া এবং পূর্ব বর্ধমাণে ভোটাধিকার প্রয়োগ করছে নাগরিকরা। এর মধ্যে কালিম্পংয়ে একটি, দার্জিলিংয়ে পাঁচটি, জলপাইগুড়িতে সাতটি, উত্তর চব্বিশ পরগনায় ৩৩টি, নদীয়ায় ১৭টির মধ্যে আটটি এবং পূর্ব বর্ধমানে ১৬টির মধ্যে আটটি আসনে ভোট গ্রহণ চলছে। এর আগে চার দফায় রাজ্যের ১৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, চতুর্থ ধাপের নির্বাচনে সংঘাত ও প্রাণহানির ঘটনায় পঞ্চম দফার ভোটে নেওয়া হয়েছে বাড়তি সর্তকতা। এবারের ভোট অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তায় মোট এক হাজার ৭১ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে।

চতুর্থ দফার নির্বাচনে শীতলকুচিতে নির্বাচনী সহিংসতায় পাঁচজন নিহতের ঘটনায় অতিরিক্ত সতর্ক কমিশন। হত্যাকাণ্ডের জন্য সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে দায়ী করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

আট দফা নির্বাচন শেষে আগামী দুই মে ফলাফল প্রকাশিত হবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন