আর্কাইভ থেকে দুর্ঘটনা

গত ১ মাসে সড়কে দুর্ঘটনা বেড়েছে ৩২.৮০ শতাংশ

চলতি বছরের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুটিই বেড়েছে। নভেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪১৭টি। যা আগের মাসের চেয়ে ১০৩টি বেশি। এতে নিহত হয়েছেন ৪৩৯ জন এবং আহত ৬৮২ জন। অর্থাৎ অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে সড়ক দুর্ঘটনা ৩২ দশমিক ৮০ শতাংশ বেশি।

গতকাল শনিবার (৫ ডিসেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ করা হয়েছে। সংস্থাটি প্রতিবেদনটি তৈরি করেছে ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে।

আরও পড়ুনঃ

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে দেশব্যাপী এককভাবে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪১ জন, যা মোট নিহতের ৩২ দশমিক ১১ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৬৯ শতাংশ। দুর্ঘটনায় ১১৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৪২ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৯ জন।

এ সময়ে ৪ টি নৌ-দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ২৯টি রেলপথ দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২ জন, আহত ৭।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন