আর্কাইভ থেকে দেশজুড়ে

বরিশালে ত্রাণের দাবীতে রিকশা শ্রকিদের বিক্ষোভ

বরিশালে সর্বাত্মক লকডাউনে সকল শ্রমিকদের ত্রাণ ও রেশনের দাবীতে রিকশা মিছিল করেছে বাসদ। 

শনিবার সোয়া ১১টায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যান থেকে এ রিকশা মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

রিকশা ও লঞ্চ শ্রমিকরা জানান, লকডাউনে সব ধরণের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে পন্টুনে লঞ্চ নোঙ্গর করে অসহায় দিন পার করছি। একতলা লঞ্চে প্রতিদিনের বেতনে তাদের কাজ করতে হয়। এখন লঞ্চ বন্ধ থাকায় তাদের না খেয়ে মরতে হচ্ছে। গেল লকডাউনের আমরা ত্রাণ পেয়েছিলাম। কিন্তু এবার ত্রাণ না পাওয়ার কারনে রিক্সা নিয়ে বের হলে প্রশাসনের বাঁধার সম্মুখিন হতে হয়। তাই রেশনের দাবীতে আন্দোলনে নেমেছি।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ অবস্থায় দিন মজুরেরা। তাদের ত্রাণ ও রেশনের ন্যায় বিকল্প ব্যবস্থার দাবীতে তাদের এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন