আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে আবারো বন্দুক হামলা; নিহত দুই

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আবারও বন্দুক হামলা হয়েছে। এতে নিহত হয়েছে অন্তত দুইজন। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মার্কিন গণমাধ্যম এবিএন জানায়, শুক্রবার স্থানীয় সময় টেক্সাসের সান অ্যান্টোনিও শহরের একটি ট্রাফিক স্টপেজে হতাহতের এ ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র জানায়, ট্রাফিক স্টপে এক ট্রাক চালককে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে থামালে তার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বাকবিতন্ডা হয়। পরে পুলিশকে গুলি ছুঁড়ে ট্রাক চালক। এতে আহত হন পুলিশ কর্মকর্তা। ওই সময় পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় ট্রাক চালক এবং তার পাশের সিটে থাকা আরো এক ব্যক্তি।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, শুক্রবার ভোরে ইন্ডিয়ানাপোলিসের ফেড এক্সের কার্যালয়ে ১৯ বছর বয়সী ব্র্যান্ডন স্কটের বন্দুক হামলায় নিহত আটজনের চারজনই শিখ ধর্মাবলম্বী। ওই প্রতিষ্ঠানে কর্মরত ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীই ভারতীয় বংশোদ্ভুত মার্কিনী। এছাড়া প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী হামলাকারী স্কটের মধ্যে এক বছর আগেই আত্নহত্যার প্রবণতা ছিল।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন