আর্কাইভ থেকে আইন-বিচার

জামিন ও আদেশের কার্যকারিতা ২ সপ্তাহ বাড়লো

দেশে করোনা বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলছে। এ জন্য আদালতের কার্যক্রম সীমিত আকারে ভার্চুয়্যালি চলছে।

এরই প্রেক্ষিতে বিভিন্ন মামলায় আসামিদের জামিন ও অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

প্রধান বিচারপতির আদেশ ক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্টার মো. গোলাম রব্বানী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- যে সকল মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেয়া হয়েছে বা যে সকল মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পনের শর্তে জামিন দেয়া হয়েছে বা যে সকল মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালিন আদেশ প্রদান করা হয়েছে, সেসকল মামলার জামিন ও আদেশের কার্যকারিতা আগামী দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে

এ সম্পর্কিত আরও পড়ুন