আর্কাইভ থেকে জাতীয়

লকডাউন এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ

চলমান কঠোর লক ডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। 

রোববার রাতে কমিটির ৩১তম সভায় লকডাউন বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। চলতি লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হবে। এসময় লকডাউন শেষ করার পূর্ব পরিকল্পনার নেয়ারও পরামর্শ  দেয় কমিটি। 

সোমবার ( ১৯ এপ্রিল) সকালে গণমাধ্যমে  বিজ্ঞপ্তি পাঠিয়ে এসব তথ্য জানানো হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি থেকে  দেশে করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। মার্চের শুরু থেকে সংক্রমণ তীব্র হতে থাকে। সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে প্রথম ধাপের সাত দিনের জন্য‘লকডাউন’ শুরু হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন