আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চলমান লকডাউন আরও ১ সপ্তাহ বাড়ছে

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এ লকডাউন শেষ হওয়ার কথা ছিল ২১ এপ্রিল। কিন্তু সংক্রমণ তেমন না কমায় এ লকডাউন আরও এক সপ্তাহ বাড়োন সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানালেন মন্ত্রিপরিষদ সচিব  খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবদের সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, এ সিদ্ধান্ত এখন চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী সম্মতি দিলে প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করেছিল কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

এ সম্পর্কিত আরও পড়ুন