আর্কাইভ থেকে বাংলাদেশ

ছাত্রদের ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার খা‌য়েশ ছি‌লো মামুনুলের (ভিডিও)

কওমী মাদরাসার ছাত্রদের ব‌্যবহার করে ক্ষমতায় যাওয়ার খা‌য়েশ ছিলো হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের। তিনি রাষ্ট্র ও সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। জানালেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে মামুনুলকে জিজ্ঞাসাবাদের বিষয়ে নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

এসময় ডিসি হারুন বলেন, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করে ক্ষমতায় যাওয়া তার মূল উদ্দেশ্য ছিলো। এ কারণে মূলত তিনি এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছিলেন। জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে পরবর্তীতে বিস্তারিত জানান যাবে।

এর আগে, গত ১৮ এপ্রিল দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হক গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় তেজগাঁও থানায়। পরে রাতে মামুনুল হককে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা।

২০২০ সালের মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরে  ভাংচুরের মামলায় তাকে আদালতে পাঠিয়ে  পুলিশ  রিমান্ডের আবেদন করলে  মহানগর হাকিম  এই আদেশ দেন। এর আগে ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হয়। 

পরবর্তীতে গতকাল সকালে মামুনুল হককে সাত দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন আদালত। 

ভিডিও...

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন