আর্কাইভ থেকে জাতীয়

আগামীকাল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে

আগামীকাল থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) একটি নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, যাত্রীরা পরিবারসহ ভ্রমণ করতে পারবেন। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন।

অবশ্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটগুলো সর্বোচ্চ ২৮০ জন যাত্রী পরিবহন করতে পারবে। এছাড়া অন্যান্য এয়ারক্রাফটে ৩৫০ জন যাত্রী পরিবহন করা যাবে। এ নির্দেশনা বহাল থাকবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল স্থগিত করে বেবিচক।

গতকাল এ স্থগিতাদেশ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন