বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে লিবিয়া কোয়ার্টেট
লিবিয়া থেকে সব বিদেশি বাহিনী দ্রুত প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে লিবিয়া কোয়ার্টেট হিসেবে পরিচিত আবর লীগ, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এসব সংস্থার নেতাদের ভিডিও কনফারেন্সের পর মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানায় লিবিয়া কোয়ার্টেট। এতে সম্পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা প্রতিপালন এবং লিবিয়া থেকে সব বিদেশি বাহিনী ও ভাড়াটে সেনা বিনা শর্তে দ্রুত প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানানো হয়।
২০১১ সাল থেকে অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি লঙ্ঘিত হয়ে আসছে দেশটিতে। ওই সময় ব্যাপক আন্দোলনে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক মোয়াম্মার গাদ্দাফি।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, বর্তমানে লিবিয়ায় প্রায় ২০ হাজার বিদেশি সেনা মোতায়েন রয়েছে। এসবের মধ্যে বেশিরভাগই তুর্কি সেনা। লিবিয়ায় রাশিয়া, সিরিয়া, শাদ ও সুদানের ভাড়াটে সেনাও রয়েছে।
ভিডিও কনফারেন্স চলাকালে জাতিসংঘ অস্ত্র নিষেধাজ্ঞা চুক্তি অব্যাহতভাবে লঙ্ঘন করার কঠোর নিন্দা জানিয়েছে লিবিয়া কোয়ার্টেট। তারা জোর দিয়ে বলেছে, লিবিয়ায় সব বিদেশি সামরিক হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।
এসএন