আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

বিশ্বের ৮০ ভাগ দেশ ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাষ্ট্রের

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে নাগরিকদের বিশ্বের ৮০ ভাগ দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। 

দেশটির পররাষ্ট্র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো নতুন ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে এই মহামারি ভ্রমণকারীদের জন্য নজিরবিহীন ঝুঁকি সৃষ্টি করেছে। এ ঝুঁকির কথা মাথায় রেখেই মার্কিন নাগরিকদের বিদেশে ভ্রমণের বিষয়টি ভেবে দেখার পরামর্শ দেয়া হচ্ছে।

বিশ্বে প্রায় ২০০ দেশের মধ্যে ৩৪টি দেশ (১৬ শতাংশ) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চার স্তরের সতর্কতা ‘ভ্রমণ করবেন না’ তালিকায় আছে। এর মধ্যে আছে চাদ, কসোভো, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, হাইতি, মোজাম্বিক, রাশিয়া এবং তানজানিয়ার মতো দেশগুলো। নতুন পরামর্শের ফলে এ তালিকায় আরও ১৩০টি দেশ অন্তর্ভুক্ত হতে পারে।

এই কড়াকড়ি কখন শিথিল হবে তার কোনো সময়সীমা হোয়াইট হাউস দেয়নি। 

সূত্র: ডয়েচে ভেলে

এস

এ সম্পর্কিত আরও পড়ুন