আর্কাইভ থেকে অপরাধ

‘ দুই কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে এসি বাজার’

চট্টগ্রামের সীতাকুন্ডে সোনারপাড়ায় এসি বাজার লিমিটেড নামে একটি ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানের দুই কোটি তিন লাখ টাকার ভ্যাট ফাঁকি দেয়ার প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দার একটি তদন্ত দল। ওই প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর, এসি, হিটার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী আমদানি করে থাকে।

ভ্যাট গোয়েন্দার তদন্তে জানা গেছে,  প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত প্রকৃত বিক্রয় হিসাব গোপন রেখে কম হিসাব দেখাচ্ছে।

একটি অভিযোগের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা সংস্থার পরিচালক মুহাম্মদ মহি উদ্দিনের নেতৃত্বে একদল কর্মকর্তা এই তদন্ত  প্রক্রিয়া পরিচালনা করে।

তদন্তকারী কর্তপক্ষ জানায়, এসি বাজার ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত মোট ১শ ২১কোটি ১৫লক্ষ ৮৭হাজার টাকার পণ্য সরবরাহ করে। এসময় তাদের বিক্রয় হয় ১শ চব্বিশ কোটি ৭৭লাখ টাকা। অথচ এই তথ্য গোপন করে তারা ৫৪লাখ ১৮ হাজার টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। অন্যান্য খোতেও কোম্পানির বিভিন্ন ধরনের ব্যয়ের উপর ভ্যাট প্রযোজ্য পরিশোধ করেনি। এসব খাতে ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে বাষট্টি লাখ টাকা।

এছাড়া যথাসময়ে ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী ২% হারে সুদসহ আরো ৮৫ লাখ টাকাসহ মোট দুই কোটি তিন লাখ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে এসি বাজার কর্তপক্ষ। এব্যাপারে আইনানুগ নেয়া হচ্ছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন