আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৮ লাখ ৮৪ হাজার

বিশ্বব্যাপী তাণ্ডব নৃত্য চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। এর দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়ে পড়েছে গোটা বিশ্ব। প্রতিনিয়ত আশঙ্কাজনক হারে বাড়ছে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টা সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৪ হাজারেরো বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ৮টা ৪৫মিনিটে করোনাভাইরাসের পরিসংখ্যান দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস এসব তথ্য জানায়। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৫৩ লাখ ২২ হাজার ৫৫৩ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩০ লাখ ৮৪ হাজার ৯৯৫ জন। এ ছাড়া আক্রান্ত থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৫০৭ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার ১২১ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৪ হাজার ২২৬ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৩৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ৭৫৭ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ৬২ লাখ ৫৭ হাজার ৩০৯ জন এবং মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৯২৮ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৪ লাখ ৮ হাজার ৬০৬ জন, রাশিয়ায় ৪৭ লাখ ৩৬ হাজার ১২১ জন, যুক্তরাজ্যে ৪৩ লাখ ৯৮ হাজার ৪৩১ জন, ইতালি ৩৯ লাখ ২০ হাজার ৯৪৫ জন, তুরস্কে ৪৫ লাখ ১ হাজার ৩৮২ জন, স্পেনে ৩৪ লাখ ৫৬ হাজার ৮৮৬ জন, জার্মানি ৩২ লাখ ৩৮ হাজার ৫৪ জন এবং মেক্সিকোতে ২৩ লাখ ১৯ হাজার ৫১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ২ হাজার ১৬৪ জন, রাশিয়ায় এক লাখ ৭ হাজার ১০৩ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৭ হাজার ৩৪৫ জন, ইতালিতে এক লাখ ১৮ হাজার ৩৫৭ জন, তুরস্কে ৩৭ হাজার ৩২৯ জন, স্পেনে ৭৭ হাজার ৪৯৬ জন, জার্মানিতে ৮১ হাজার ৬৯৩ জন এবং মেক্সিকোতে ২ লাখ ১৪ হাজার ৯৫ জন মারা গেছেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন