আর্কাইভ থেকে দেশজুড়ে

ঘুমধুম সীমান্তে বিজিবি-চোরাকারবারি গোলাগুলি, নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইব্রাহিম নামে চোরকারবারি দলের এক রোহিঙ্গা মারা গেছেন। এ ছাড়া গোলাগুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা, একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত ইব্রাহিম কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রিত সৈয়দ আলমের ছেলে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘুমধুম সীমান্ত পথে মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি চালালে তারা মিয়ানমারের জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনানুগ কার্যক্রমের প্রক্রিয়া চলছে।’

গোলাগুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন বলেও জানান অধিনায়ক আলী হায়দার।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন