‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দক্ষ জনবলের অভাব’
চট্টগ্রাম সিটি কর্পোরেশনে দক্ষ জনবলের অভাব আছে বলে জানিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সদ্য বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের জামালখানে সিনিয়র ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে, কর বাড়িয়ে চট্টগ্রামের উন্নয়ন সম্ভব নয়। করপোরেশনের আয় বাড়াতে হলে কর পদ্ধতি সহজ করতে হবে। তার মতে, যেসব সংস্থা চট্টগ্রামের সুবিধা বেশি ভোগ করে, তাদের উপর সার্ভিস চার্জ বাড়াতে হবে।
শেখ সোহান