আর্কাইভ থেকে দেশজুড়ে

মৌলভীবাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেলো এক শিশুর। নিহত ওই শিশুর নাম মরিয়ম বেগম (৩) । মরিয়ম নবীনগর গ্রামের শাহীন মিয়া ও আফিয়া বেগম দম্পতির মেয়ে।

রোববার দুপুরে উত্তর জয়চণ্ডী গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লোকমান মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলার নবীনগর এলাকার স্ত্রী আফিয়া বেগম মরিয়মকে নিয়ে বোনের বাড়িতে আসেন। সবার অগোচরে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় মরিয়ম। অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। পরে বাড়ির পুকুরে তার দেহ ভাসতে দেখতে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান। সেখানকার চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন