আর্কাইভ থেকে বাংলাদেশ

পশ্চিমবঙ্গে করোনার ভয়াবহতার মধ্যেই বিধানসভার ভোট হচ্ছে

করোনায় চরম বিপর্যয়ের মধ্যেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের সপ্তম দফা ভোটগ্রহণ চলছে। স্বাস্থ্যবিধি মেনেই সোমবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিচ্ছে ভোটারেরা।

সপ্তম দফায় রাজ্যের ৩৪ আসনে ভোট হচ্ছে। আসনগুলো হলো কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।

এবারের ভোটে চার মন্ত্রী ছাড়াও কয়েকজন হেভিওয়েট তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মন্ত্রীদের মধ্যে রয়েছে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, শোভন দেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটক। তারকা প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল, অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ।

এই দফায় ৩৬ আসনে ভোট হওয়ার কথা ছিল। তবে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মৃত্যুতে ৩৪ আসনে ভোট হচ্ছে। প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোট হবে ১৬ মে। ৫ম দফা ভোটে সহিংসতার কারণে আজও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি আট হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

নির্বাচন কমিশনের উদ্বৃতি দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার আসানসোল-দুর্গাপুরে ১৫৪, দক্ষিণ দিনাজপুরে ১০৮, জঙ্গিপুরে ১০২, মুর্শিদাবাদে ১০২ কোম্পানি বাহিনী মোতায়েন রয়েছে। দক্ষিণ কলকাতার ৪টি আসনে মোতায়েন থাকছে ৬৩ কোম্পানি বাহিনী। আর মালদহ জেলায় ১২২ কোম্পানি। ষষ্ঠ দফার মতো আজকের ভোটেও সাড়ে ছয়শোর বেশি সেক্টর অফিস থাকছে।

সপ্তম দফার ভোটের মধ্য দিয়ে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার ২৫৭ আসনের ভোট নেওয়া হবে। ২৯ এপ্রিল শেষ দফায় বাকি আসনের ভোট হবে। বিধানসভা নির্বাচনের ফলাফল পাওয়া যাবে আগামী মাসে।

এদিকে পশ্চিমবঙ্গে প্রতি চারজনে একজন করোনা শনাক্ত হচ্ছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছে ১৫ হাজারের বেশি। মৃত্যু শতাধিক। এমন বাস্তবতায় রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের সপ্তম দফার এই ভোটগ্রহণ হচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন