আর্কাইভ থেকে করোনা ভাইরাস

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এপ্রিল মাসেই মোট ১০৮ জনের মৃত্যু হলো চট্টগ্রামে। গ্রামের চেয়ে শহরেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেশি।

আজ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্তের পর এটাই একদিনের সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ১০ এপ্রিল চট্টগ্রামে একদিনে ৯ জন মারা যান। চলতি মাসের ১১ এপ্রিল সর্বোচ্চ ৫৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর পাশাপাশি চট্টগ্রামে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১৭১ জন। নতুন শনাক্ত হওয়াদের নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত রোগির সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৮৭ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪৯৭ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এদের মধ্যে ৩৭০ জন মহানগরীর ও উপজেলার ১২৭ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩০টিসহ মোট ৩ লাখ ৯৭ হাজার ২১২টি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ৪৮ হাজার ৮৮৭ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৭১ জনের মধ্যে ১৪১ জন নগরীর আর ৩০ জন জেলার বিভিন্ন উপজেলার।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন