আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জরুরি ভিত্তিতে ভ্যান্টিলেটর-বেড প্রস্তুত করছে পাকিস্তান

জরুরি ভিত্তিতে হাসপাতালে রোগীর বেড ও ভেন্টিলেটর বাড়ানোর ব্যবস্থা করছে পাকিস্তান। দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নেওয়া হয়েছে এই উদ্যোগ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলছেন, জনসাধারণের স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি আরো জানান, চলতি সপ্তাহে লকডাউন পরিস্থিতির উন্নতি না হলে কঠোর লকডাউন জারি করা হবে।

পাকিস্তানে শিক্ষার্থীদের বিক্ষোভের জের ধরে উচ্চ সংক্রমণশীল এলাকার স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে।

পাকিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ৭০ জন। নতুন করে শনাক্ত হয়েছে চার হাজার ৮২৫ জন। গেল বছর দেশটিতে করোনায় মারা গেছে ১৭ হাজার ১৮৭ জন। শনাক্ত হয়েছিল আট লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন