মোহাম্মদপুরে বস্তিতে আগুন
রাজধানীর মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের পাশের একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর আগুন লাগার ঘটনা ঘটে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। এছাড়া হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানা গেছে, রাত সোয়া আটটার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।
শুভ মাহফুজ