আর্কাইভ থেকে দুর্ঘটনা

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজধানীতে আলাদা দুটি ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
 
 
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে খিলক্ষেত ও উত্তরা এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
 
নিহতরা হলেন- শাহিন মিয়া (৪১) ও অজ্ঞাতপরিচয় নারী (৩৫)।
 
রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেতের জোয়ার সাহারায় রেল লাইনের দুদিক থেকে দুটি ট্রেন যাচ্ছিল।
 
এ সময় ‘অগ্নিবীণা এক্সপ্রেসে’ কাটা পড়ে শাহিন মিয়া (৪১) ঘটনাস্থলেই মারা যান।
 
এ ঘটনার অল্প সময়ের ব্যবধানেই (সাড়ে ১১টা) উত্তরা জয়নাল মার্কেটের আট নম্বর গেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর (৩৫) মৃত্যু হয়।
 
তার পরনে ছিল কালো বোরকা ও গোলাপি সালোয়ার। তার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
 
মৃত শাহিন মিয়ার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ইনাতপুর গ্রামে। বাবার নাম মোজাবর হোসেন। তিনি রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকদের রান্নার কাজ করতেন। ওই ভবনেই থাকতেন তিনি।
 
এএসআই মহিউদ্দিন জানান, সকালে বাজার করতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।
 
এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন