আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

২০২২ সালেই স্বাভাবিক হবে বিশ্ব: বিল গেটস

করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব ২০২২ সালের মধ্যেই পৃথিবী আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে মনে করেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তার মতে, এই সময়ের মধ্যেই বিশ্বের দেশগুলোতে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হয়ে যাবে আর বিশ্ব কোভিডমুক্ত হতে পারবে। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

এর আগেও তিনি তার এই আশার কথা জানিয়েছিলেন। 

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা সম্প্রতি স্কাই নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব আশার বাণী শোনান। তবে তিনি জানান, আগামী বছরও কোভিডের প্রকোপ থাকবে।

৬৫ বছর বয়সি বিল গেটস বলেন, পরবর্তী মহামারির জন্য  আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে। তার আশঙ্কা, মানুষ কোভিড মুক্ত হওয়ার পর এর ভয়াবহতার কথা ভুলে যাবে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন