আর্কাইভ থেকে দেশজুড়ে

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে

ভারতে করোনাভাইরাস প্রকোপ বাড়ছে হু হু করে। এর মধ্যই চালু আছে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি। প্রতিদিনি  একশ থেকে দেড়শ  ট্রাক পণ্য নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করছে।এসব ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষার কোন ব্যবস্থা নেই বন্দরটিতে।

সীমান্তের জিরো পয়েন্টে নেই কোন তাপমাত্রা নির্ধারণ করার যন্ত্র। ভারতের ট্রাকচালক এবং বাংলাদেশী লোড-আনলোড শ্রমিকরা একসাথেই চলাফেরা করছে। ফলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সচেতন মহলের।

সোনাহাট স্থলবন্দরের সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহম্মেদ জুয়েল জানান, স্বাস্থ্যবিধি মেনেই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি করা হচ্ছে। এছাড়া ভারত তাদের ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েই এ দেশে পাঠাচ্ছে। তাছাড়া এখানেও স্বাস্থ্য বিধি মেনে চলতে হয় ওপাড়ের ট্রাক চালকদের।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন