আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে অ্যাম্বুলেন্সের অভাবে মায়ের লাশ ছেলের মোটরসাইকেলে

অ্যাম্বুলেন্স না পেয়ে ছেলের মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যাওয়া হলো এক মায়ের মরদেহ। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, বেশ কিছুদিন ধরেই কোভিডের উপসর্গ দেখা দিয়েছিল এক নারীর। সঙ্গে সঙ্গে নমুনা পরীক্ষা করাতে দেন তিনি। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু হয়। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। এতে উঠে আসে অন্ধ্রপ্রদেশে করোনার ভয়াবহতা।

পুলিশ জানায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ওই নারীর বাড়ি অন্ধ্রপ্রদেশের শ্রীকুলম জেলার মন্দাসা মণ্ডল গ্রামে।

এরপর ওই নারীর দেহ সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ করে তার ছেলে ও মেয়ে জামাই। তবে বাড়িতে নেওয়ার জন্য কোনও অ্যাম্বুলেন্সই যোগাড় করতে পারেনি তারা। এমনকি অন্য কোন গাড়ির মাধ্যমেও দেহ শ্মশানের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায়নি। শেষ পর্যন্ত মরদেহ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়ে যায় তার ছেলে এবং জামাই। এ ঘটনার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন