আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে চলছে তীব্র তাপদাহ, অতিষ্ঠ জনজীবন

কুড়িগ্রামে গেল চার-পাঁচ দিন ধরে চলছে প্রখর তাপ প্রবাহ। সূর্যের প্রচন্ড তাপে জেলা জুড়ে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্র বাড়তে থাকায় জনজীবনে হাঁস ফাঁস দশা। বিশেষ করে দিনমজুর এবং কৃষি শ্রমিকরা এই তাপদাহে বিপাকে পড়েছে বেশী।

কিছু কিছু পরিবারে ভাইরাস জ্বর-শ্বর্দি,পেটের পীড়া ও জলবসন্তসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অন্য দিকে অনাবৃষ্টি ও সঠিক সময়ে সেচ দিতে না পাড়ায় প্রচন্ড তাপদাহে ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন প্রান্তিক কৃষকরা। 

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া ও  কৃষি পর্যবেক্ষণাগাড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র রায় জানান, গেল চারদিন থেকে জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। বুধবার বিকেল তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুই-একদিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুহেনা মোস্তফা কামাল বলেন, গত কয়েক দিনের তাপপ্রবাহের কারণে ভাইরাস জ্বর ও জল বসন্তের রোগী এখন পর্যন্ত হাসপাতালে আসেনি। তবে আমরা প্রস্তুত আছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন