আর্কাইভ থেকে জাতীয়

আরমানিটোলার অগ্নিকান্ডে আরও একজনের মৃত্যু

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনে অগ্নিকান্ডে আশিকুর রহমান (৩২) নামে আরও একজন মারা গেছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল।

বুধবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।

তিনি বলেন, আশিকুর লাইফ সাপোর্টে ছিলেন। তার বাহ্যিক কোনও দগ্ধ ছিল না। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এ ঘটনায় হাসপাতালে দুজন মারা গেলেন।

এর আগে রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় শাফায়াত হোসেন (৩২) নামে একজন মারা যান। শাফায়াতের শ্বাসনালীসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এছাড়া আশিকুরের বিয়ে হয়েছিল দেড় মাস আগে। তার স্ত্রীও দগ্ধ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন