আর্কাইভ থেকে আইন-বিচার

আনভীরের আগাম জামিন শুনানি আজ হচ্ছে না

গুলশানে মোসারাত জাহান (মুনিয়া) নামে এক তরুণীর আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিনের শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়র কথা ছিল। তবে হাইকোর্টে আগাম জামিন অনিদিষ্টকালের জন্য বন্ধ।

বেলা ১১টার দিকে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনটি শুনানি হওয়র কথা ছিল।

আনভীরের পক্ষে আদালতে শুনানি করার কথা ছিল ফৌজদারি আইন বিশেষজ্ঞ বিচারপতি (অব.) মনসুরুল হক চৌধুরী, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও সিনিয়র আইনজীবী এ এফ এম মেজবাহ উদ্দিন।

উল্লেখ্য, গেল সোমবার (২৬ এপ্রিল) রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে ওই তরুণীর মরদেহ উদ্ধারের পর দায়ের হওয়া মামলায় আসামি করা হয় সায়েম সোবহান আনভীর। বসুন্ধরার এই শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও আজ তিনি আগাম জামিন আবেদন করলেন। নিয়ম অনুযায়ী আগাম জামিন করতে হলে আসামিকে সশরীরে আদালতে হাজির হতে হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন