আর্কাইভ থেকে দেশজুড়ে

নলছিটিতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছেন ঝালকাঠীর নলছিটি শহরের প্রায় তিনশতাধিক মুসুল্লি।

বৃহস্পতিবার সকাল ৯ টায় শহরের সরকারি নলছিটি মাচেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে চলমান অনাবৃষ্টি থেকে মুক্তির আশায় আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন নলছিটি থানা জামে মসজিদের ইমাম মাওলানা বাহাউদ্দীন।

মাওলানা বাহাউদ্দীন জানান, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ঝালকাঠির  কোনো এলাকায়। অনাবৃষ্টিতে অসম্ভব হয়ে উঠছে ফসল উৎপাদন।প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এ জনজীবন। ভোগান্তি আর দূর্ভোগে পড়েছে নিম্ম আয়ের সাধারণ।

এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতেই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন