আর্কাইভ থেকে বাংলাদেশ

স্ত্রীর মরদেহ সাইকেলে নিয়ে শ্মশানে যাচ্ছেন এক বৃদ্ধ

করোনার ছোবলে মারা গেছে স্ত্রী। লাশ সৎকারে প্রতিবেশীদের ডেকেছিলেন। করোনা আক্রান্ত হওয়ার ভয়ে কেউ আসেনি। 
বাধ্য হয়ে সাইকেলে মরদেহ তুলে শ্মশানে নিয়ে যাচ্ছিলেন এক সত্তরোর্ধ বৃদ্ধ। বয়সের ভারে সেটাও দুরহ হয়ে উঠে। এক পর্যায়ে সাইকেল নিয়ে তিনি রাস্তায় পড়ে যান। এমন ছবি ফেসবুকে আপলোড হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়।

গতকাল বৃহস্পতিবার ভারতের উত্তর প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। সেখানকার পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২০০ কিলোমিটার দূরের আম্বাআরপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা যায়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। 

করোনা ছড়িয়ে পড়তে পারে এই ভয়ে লাশ সৎকার করতে গ্রামের কেউ রাজি হয়নি।

এমন পরিস্থিতে বাধ্য হয়ে স্ত্রীর মরদেহ সাইকেলে করে শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই ‍বৃদ্ধ। 

কিন্তু বয়সের ভারে তিনি সেটা করতে পারছিলেন না। কিছুদূর গিয়ে তিনি পড়ে যান। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসে পুলিশ। দ্রুতই অ্যাম্বুলেন্স পাঠিয়ে মরদেহ দাহ করার ব্যবস্থা করে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন