আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা মোকাবিলায় ভারতের পাশে থাকবে চীন

করোনা পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে চীন। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শুক্রবার বেইজিংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্বৃতি দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, করোনাভাইরাস এখন মানবজাতির শত্রু। এই প্রাদুর্ভাব রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত সহযোগিতা ও সংহতি প্রয়োজন। ভারত সরকার ও জনগণের প্রতি চীনের জোরালো সমর্থন রয়েছে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলা ও এর সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সব ধরণের সহায়তা দিতে চায় তার দেশ।

এর আগে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় চীনের সাহায্যের প্রস্তাবে রাজি হয় ভারত। ভারতে করোনা পরীক্ষা ও চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে চীন।

গেল বছর করোনাভাইরাস মোকাবিলায় চীনসহ বিভিন্ন দেশে সাহায্য করে মোদী সরকার। বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে ভারতসহ ২১৮টি দেশ ও অঞ্চলে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন