আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদের আগেই গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: ওবায়দুল কাদের

লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদের আগে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার (১ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সেতুমন্ত্রী আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সরকার ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন দেয়। এরপর এর মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। মাঝে কিছুদিন গণপরিবহন চালু থাকলেও ১৪ এপ্রিল থেকে গণপরিবহন বন্ধ রয়েছে।

শেখ সোহান

 

এ সম্পর্কিত আরও পড়ুন