আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় একদিনে এতো মৃত্যু দেখেনি ভারত

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড করেছে ভারত। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে তিন হাজার ৬৮৮ জন। তবে একদিনের ব্যবধানে কিছুটা কমেছে শনাক্ত। শনিবার এই মহামারি ভাইরাসটি শনাক্ত হয়েছে তিন লাখ ৯২ হাজারের বেশি মানুষের শরীরে।  

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে ভারতের রাজধানী দিল্লিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। মহামারি করোনায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দিল্লি। রাজধানীতে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হচ্ছে। এ অবস্থায় হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। শনিবার অক্সিজেনের চাহিদা মেটাতে দিল্লিতে ১০০ টন অক্সিজেন পাঠিয়েছে দেশটির বিভিন্ন রাজ্য। 

ভারতকে ১২০টি ভেন্টিলেটর পাঠিয়েছে জার্মানি। ২৮ টন চিকিৎসা সরঞ্জাম দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পর্যাপ্ত টিকা না থাকায় গতকাল শনিবার থেকে সব প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু করতে পারেনি দিল্লি প্রশাসন। শনিবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সাড়ে চার লাখ টিকা পাওয়ায় আগামীকাল সোমবার থেকে টিকা কর্মসূচি শুরু করবে দিল্লি।

এদিকে, শনিবার রাশিয়ার টিকা স্পুৎনিক-ভি'র দেড় লাখ ডোজের প্রথম চালান পৌঁছেছে ভারতে। শিগগিরই ভারতেও টিকা উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। পর্যায়ক্রমে ভারতে বছরে টিকার ৮৫ কোটি ডোজ প্রস্তুত করা হবে।

ভারতে এখন পর্যন্ত করোনায় মোট সংক্রমিত হয়েছে এক কোটি সাড়ে ৯৫ লাখ মানুষ। এর মধ্যে মারা গেছে দুই লাখ সাড়ে ১৫ হাজারের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন