আর্কাইভ থেকে করোনা ভাইরাস

শুধু মহানগরীতে বাস চালুর সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরের

করোনা মহামারিতে আন্তঃজেলা বাস সার্ভিস চালু না করে, শুধু মহানগরীতে বাস চালুর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ সোমবার (৩ মে) মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় পরামর্শ দেয়া হয়- স্বাস্থ্যবিধি না মানলে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট বন্ধ করে দেয়া হবে। মাস্কের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা করা হবে। কর্মহীন পরিবহন শ্রমিকদের প্রণোদনা নিশ্চিতকরণের বিষয়ে গুরুত্ব দেয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন