আর্কাইভ থেকে করোনা ভাইরাস

মিউজিক ফেস্টিভ্যাল চলছে করোনার উৎসস্থল উহানে

করোনাভাইরাস মহামারিতে এখন বিপর্যস্ত পুরো বিশ্ব। আর ঠিক তখন মিউজিক ফেস্টিভ্যালে মজেছে করোনার উৎসস্থল হিসেবে খ্যাত চীনের উহানবাসী।

দুই দিনের উৎসব চলছে গার্ডেন এক্সপো পার্কে। মহামারি চলাকালে এটাই চীনে উন্মুক্ত স্থানে আয়োজিত সবচেয়ে বড় সংগীতের আয়োজন। অনুষ্ঠানে মাস্ক পড়েনি উপস্থিত বেশিরভাগ তরুণ-তরুণী।

অবশ্য আয়োজকরা বলছে, বিধিমালা মেনেই কনসার্টে প্রবেশে ইচ্ছুকদের সংখ্যা সীমিত রাখা হয়েছে।

ফেস্টিভ্যালে আগত একজন বলেন, গেলো একটা বছর মহামারির সঙ্গে লড়েছে উহান। এমন কনসার্টে পৌঁছাতে কম কাঠখড় পোড়াইনি আমরা। প্রিয়জনকে হারিয়েছি। তবুও করোনার সামনে মাথানত করিনি।

আরেকজন বলেন, মহামারির আগে প্রতি বছর এই মিউজিক ফেস্টিভ্যাল হতো। মহামারি আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। উহানে কনসার্ট শুরু হওয়ায় সবাই ভীষণ খুশি।

২০২০ সালে চীনের উহান নগরীর একটি প্রাণীর বাজার থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানা যায়। ভয়াবহ আকারে মহামারি ছড়ানোর পর দুই মাসের বেশি সময় কঠোর লকডাউনে ছিলো উহান। তবে বর্তমানে শহরটিকে শতভাগ ভাইরাসমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। রোববার চীনে করোনা সংক্রমণ শনাক্ত হয় মাত্র ১৫ জনের শরীরে।

 

এসএন

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন