আর্কাইভ থেকে দেশজুড়ে

পাগলি হলেন ফুটফুটে ছেলে সন্তানের মা, বাবা হয়নি কেউ

সুনামগঞ্জের তাহিরপুরে এক পাগলি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে ওই সন্তানের বাবার খোঁজ পাওয়া গেল না। 

স্থানীয় সূত্র মতে, মানসিক প্রতিবন্ধী ওই পাগলি চার মাস পূর্বে উপজেলার সদর ইউনিয়নের তাহিরপুর বাজারের বিভিন্ন স্থানে ঘুরতো। বাজারে আসা মানুষের সাহায্যেই তার তদিন চলতো। আস্তে আস্তে তার অন্তঃসত্ত্বার বিষয়টি সবার নজরে আসে। 

সোমবার সকালে পাগলির প্রসব ব্যথা উঠলে বাজার কমিটির সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম দেন ওই পাগলি। দুজনই সুস্থ আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন চন্দ্র বলেন, মা ও শিশু দুজনই সুস্থ আছেন। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন