আর্কাইভ থেকে বাংলাদেশ

বুধবার শপথ নেবেন মমতা

মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার (৫ মে) শপথ নেবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 

সোমবার (৩ মে) দুপুরে তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তিনি। বৈঠকে বিধানসভার পরিষদীয় নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা।

এ দিন কালীঘাটে সংবাদ সম্মেলনের পর তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায় জানান, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন।

তিনি আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এটি ঠিক করবেন নেত্রী নিজেই। 

২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে রাজভবন দখলে নেন মমতা। ২০১৬ সালে সরকার গঠনের পর রেড রোডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। বিজেপি বিরোধী নেতারা ওই অনুষ্ঠানে যোগ দেন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার ছোট পরিসরে অনুষ্ঠান হবে। এবার রাজভবনে নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন