আর্কাইভ থেকে জাতীয়

সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকও সহায়তা পাবেন: তথ্যমন্ত্রী

সরকারের সমালোচক দুস্থ সাংবাদিকও কল্যাণ ট্রাস্টের সহায়তা পাবেন। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ দুপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২০-২১ অর্থবছরের সহায়তা চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র সবার জন্য। যেসব সাংবাদিক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, তিনি যদি দুস্থ হন আর যদি  আমাদের নীতিমালার মধ্যে পড়েন, অবশ্যই এই সহায়তা তার জন্যও উন্মুক্ত।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে, যা সারাবিশ্বের উন্নয়নশীল দেশের জন্য বিরল। সমাজব্যবস্থাকে এগিয়ে নিতে ও রাষ্ট্রের স্বার্থে এটি প্রয়োজন আর আমরা এ বিশ্বাস নিয়েই কাজ করছি।

এসময় তথ্যমন্ত্রী ঈদের আগেই করোনাকালীন বিশেষ বরাদ্দ দুই কোটি টাকা সাংবাদিকদের মাঝে বিতরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, সচিব খাজা মিয়া।

এসময় সহায়তাপ্রাপ্তদের মধ্যে ৩০ জনের হাতে চেক হস্তান্তর করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন