আর্কাইভ থেকে দেশজুড়ে

টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ, যুবক আটক

দিনাজপুরের হিলিতে ১০ বছরের শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। অভিযুক্ত ওই যুবকের নাম রবিউল ইসলাম (২৫)। তিনি দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আনসার আলীর ছেলে।

বুধবার সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলার বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহীদ।

তিনি জানান, গত ২১ এপ্রিল ১০ বছর বয়সের শিশুটিকে টাকার লোভ দেখিয়ে রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) সংক্রান্তে ধারা-৯ (১)/৩০ এ মামলা দায়ের করা হয়। ধর্ষনের পর থেকে রবিউল পলাতক ছিলো। তবে তাকে আটকের অভিযান অব্যহত ছিলো।

আজ গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের পাশ থেকে তাকে আটক করা হয়। আসামিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন