স্কুলছাত্রীকে কলইক্ষেতে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা
নড়াইলের কালিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। মেয়েটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নিশান নামে এক যুবককে আটক করেছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কণি মিয়া এসব তথ্য জানান।
কণি মিয়া জানান, প্রেমের ফাঁদে ফেলে কালিয়া পৌরসভাধীন উথলী এলাকার নবম শ্রেণি পড়ুয়া এক মেয়েকে ডেকে কলইক্ষেতে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।