আর্কাইভ থেকে এশিয়া

আরো ৪০ লাখ টন গম আমদানি করবে পাকিস্তান

দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চলতি বছর আরো চল্লিশ লাখ মেট্রিক টন গম আমদানি করবে পাকিস্তান। সম্প্রতি এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এক্সপ্রেস ট্রিবিউনের উদ্বৃতি দিয়ে এ খবর জানিয়েছে ইয়াহু নিউজ।

ইয়াহু নিউজ জানায়, মূল্য পদ্ধতি পরিবর্তন করতে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্স (পিবিএস)কে নির্দেশ দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন। বর্তমান পদ্ধতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত দেখানো হচ্ছে বলে মনে করছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, তিন বছরের কম সময়ে গম, ময়দা ও চিনির দাম দ্বিগুণ হওয়ায় চাপে আছে পিবিএস। এ অবস্থায় পাকিস্তানের ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটি (এনপিএমসি) চল্লিশ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের জন্য একটি সংক্ষিপ্ত পর্যালোচনা মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরা হবে।

পিবিএসের সূত্র অনুযায়ী, বর্তমান অর্থবছরের প্রথম নয় মাসেই ৩৬ লাখ টন গম আমদানি করেছে সরকার। পাকিস্তানে এখন গমের মজুত চার লাখ টনের কম। দেশটিতে বছরে মোট গমের চাহিদা প্রায় দুই কোটি ৯০ লাখ টন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন