আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে ভাঙল করোনায় মৃত্যু ও শনাক্তের সব রেকর্ড

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে একেবারেই বিধ্বস্ত ভারত। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে দেশটিতে প্রতিদিনই রেকর্ডসংখ্যক মানুষ আক্রান্ত এবং মারা যাচ্ছে। বুধবার একদিনে মারা গেছে রেকর্ড তিন হাজার ৯৮২ জন । একই সময় সর্বোচ্চ এবং রেকর্ড সংখ্যক শনাক্ত দেখলো দেশটি। বুধবার চার লাখ ১৩ হাজারের কাছাকাছি মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতি ভাইরাসটি।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বুধবার শুধু মহারাষ্ট্রেই মারা গেছে রেকর্ড অন্তত ৯২০ জন। শনাক্ত হয়েছে ৫৭ হাজারের বেশি। তবে প্রতিদিনের করোনা শনাক্তের হার কিছুটা কমেছে মুম্বাই ও পুনেতে।

করোনায় রাজধানী দিল্লিতেও দিনে ৪শ’ জনের বেশি মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ১৮ হাজারের বেশি মানুষ। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সরবরাহ বিলম্বের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

গেলো ৩০ এপ্রিল প্রথম দেশ হিসেবে ভারতে সংক্রমণ চার লাখের ঘর অতিক্রম করে। দেশটির মোট সংক্রমণের প্রায় ৮০ ভাগই ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকায় হচ্ছে।

ভারতে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে দুই লাখ ৩০ হাজার। এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমণ হয়েছে দুই কোটি সাড়ে ১০ লাখের বেশি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন