আর্কাইভ থেকে করোনা ভাইরাস

উৎপাদনকারী দেশগুলোকে টিকা রপ্তানির তাগিদ ইইউয়ের

যুক্তরাষ্ট্র ও অন্যান্য টিকা উৎপাদনকারী দেশগুলোকে টিকা রপ্তানি করার তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার এ তাগিদ দিয়েছে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডান লিয়েন।

শুক্রবার পর্তুগালে ইউরোপীয় ইউনিয়নের এক সম্মেলনে টিকা উৎপাদনকারী দেশগুলোর প্রতি এই আহ্বান জানান উরসুলা ভন ডান লিয়েন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যেভাবে উৎপাদিত টিকা দেশে দেশে রপ্তানি করে চলেছে তা অনুসরণ করা উচিত অন্য দেশগুলোরও। 

এ সময় তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নই একমাত্র গণতান্ত্রিক অঞ্চল হিসেবে বিশ্বে বড় পরিসরে টিকা রপ্তানি করছে। বিশ্বের ৯০টি দেশে ইইউয়ে উৎপাদিত টিকার ৫০ শতাংশ রপ্তানি হচ্ছে।

ইইউ কমিশনের সভাপতি উরসুলা জানান, রপ্তানির নানা সমস্যা কাটাতে উৎপাদন বাড়ানো ও করোনা মোকাবিলায় অর্ডার করা টিকার দ্রুত সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই। এছাড়া টিকা উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপরও তাগিদ দেন ইইউ কমিশনের সভাপতি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন