খুলনায় ডাকাতের গুলিতে যুবক নিহত
খুলনার তেরখাদা উপজেলা আড়ফাঙ্গাসিয়া এলাকায় দিকে ডাকাত দলের গুলিতে জামাল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে গুলিবিদ্ধ হন তিনি।
জামাল শেখশনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. নাজমুল আহমেদ।
জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের মো. আ. সাত্তার শেখের ছেলে।
জানা যায়, শুক্রবার গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুলশিক্ষক মো. আব্দুল্লার বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। প্রাণ বাঁচাতে একপর্যায়ে চিৎকার শুরু করেন স্কুলশিক্ষক মো. আব্দুল্লাহ ও তার পরিবার। ডাকাতদের আক্রমণের আভাস বুঝতে পেরে এগিয়ে আসে এলাকাবাসী। এর মধ্যে নিকট প্রতিবেশী ও আব্দুল্লার খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামাল শেখকে গুলি করে। এতে লুটে পড়েন জামাল শেখ।
একপর্যায়ে এলাকায় ব্যাপক হইচই শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুমেক হাসপাতালেই জামাল শেখের মৃত্যু হয়।
উপপরিদর্শক মো. নাজমুল আহমেদ জানান, তেরখাদার আড়ফাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের গুলিতে একজন রক্তাক্ত জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ কেউ করেননি।
শেখ সোহান