বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
বরিশালের গৌরনদী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।
তিনি জানান, রাত ৩টার দিকে উপজেলায় খাঞ্জাপুর এলাকায় বিকল একটি ট্রাক থামিয়ে মেরামতের কাজ করছিলেন চালক ও হেলপার। এসময় বরিশালগামী একটি কাভার্ডভ্যান ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালক ও একজন হেলপার নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি ।
শেখ সোহান