আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

আরব সাগরে জাহাজ থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার

আরব সাগরে একটি জাহাজে লুকানো বিপুল সংখ্যক অস্ত্রের চালান উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনী। আজ রোববার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, আরব সাগরের উত্তরাঞ্চলে পরিচয়হীন জাহাজটি খুঁজে পায় ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মনটেরে। তবে, নকশা-আকার এবং নাবিকদের কথা শুনে জাহাজটিকে মধ্যপ্রাচ্যের নৌযান হিসেবে চিহ্নিত করা হয়। এতে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গেছে। এর মধ্যে একে ফোরটি সেভেন, স্নাইপার রাইফেলস, ভারি মেশিন গান, রকেট-প্রপেলড-গ্রেনেড লঞ্চারসহ আরো অনেক অস্ত্র রয়েছে।

জাহাজটির গন্তব্যস্থল সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে যুদ্ধপীড়িত ইয়েমেনের উদ্দেশ্যেই অস্ত্রবাহী নৌযানটি যাচ্ছিলো বলে ধারণা করা হচ্ছে। ২০১৫ সাল থেকেই ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন