আর্কাইভ থেকে আইন-বিচার

জামিন মেলেনি রিকশাচালককে নির্যাতনকারী সেই সুলতানের

রাজধানীর বংশালে রিকশাচালককে নির্যাতনকারী সুলতান আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মেহেদী হাসান বাদল জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ ও আসামীপক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করেনি।

গত ৪ মে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান এক সংবাদকর্মী।

ভিডিওতে দেখা যায়, বংশালে এক রিকশাচালককে গালিগালাজ করছেন ও থাপ্পড় মারছেন স্থানীয় প্রভাবশালী সুলতান আহমেদ। নির্যাতনের একপর্যায়ে রিকশাচালক জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে আশপাশের েজনসাধারণ ওই রিকশাচালককে উদ্ধার করে সুস্থ করার চেষ্টা করেন।

ভিডিওটির সূত্র ধরে পরে সুলতানকে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ।

সুলতান আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করে গত ৫ মে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কারাগারেই আছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন