চীনের দেয়া ৫ লাখ ডোজ টিকা আসছে বুধবার
চীন সরকারের উপহার হিসেবে দেয়া পাঁচ লাখ ডোজ করোনার টিকা আগামী বুধবার (১২ মে) আসছে। জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
আজ সোমবার (১০ মে) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেবে তার দেশ। এই লক্ষে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে।
লি জিমিং বলেন, জি টু জি কিংবা বাণিজ্যকভাবে চীন বাংলাদেশে টিকা দিতে প্রস্তুত। কিন্তু টিকা নিতে বাংলাদেশ সরকার সময় নিয়েছে ৩ মাস। তাই লম্বা সিরিয়ালের জটিলতা তৈরি হয়েছে।
গেলো ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।